Image description

ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিপরিষদের পরিবর্তন হয়ে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

আজ ৮ আগস্ট, বিপ্লব বেহাত দিবস! শিরোনামে পোস্টে রাশেদ লেখেন —গণঅভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল, সেটার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হলে দেশের মানুষ আজীবন সরকারকে মনে রাখতো। কিন্তু তারা এই দিকে কোনো মনোযোগ দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তারা সফল হতে পারেনি। বিপ্লবের পর সরকারের যে আচরণ হওয়া দরকার ছিল, তার বিপরীত চরিত্র লক্ষ করা গেছে। হাসিনা ও তার মন্ত্রিপরিষদের পরিবর্তন হয়ে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে।

RASHED

 

তিনি লেখেন, ‘নিয়োগ, পদায়নে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি করা যায়নি। সচিবালয়, স্থানীয় প্রশাসন ও সরকারের সর্বত্র আওয়ামী সেটআপ রয়ে গেছে। সর্বত্র ঘুস ও দুর্নীতিও চলছে। দৃশ্যমান কোনো সংস্কারও পরিলক্ষিত হচ্ছে না।’

রাশেদ আরো লেখেন, ‘জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা হাতছাড়া বা বেহাত হয়ে পড়েছে। খুব বেশি পরিবর্তনের স্বপ্নও আর জনগণ দেখছে না। মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে। ১ বছরের হানিমুন পিরিয়ড শেষে তারা এখন ২য় ধাপে প্রবেশ করেছে। কিন্তু ১ বছরের কাজের হিসাব বা জবাবদিহিতা কি তারা জনগণের কাছে প্রকাশ করবে? তারা না বলেছিল প্রতি মাসে হিসাব দিবে?’