Image description

বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিউজটি বিটিভি দিয়ে খণ্ডানোর পরামর্শ দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একজন ছাত্র উপদেষ্টার পিতার বিরুদ্ধে অবৈধভাবে প্রভাব বিস্তার ও স্থানীয় জনগণকে নির্যাতনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ঘটনায় এনসিপির কিছু নেতা আমাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস ও কমেন্ট করে যাচ্ছেন। 

তিনি বলেন, ‘একটা স্ট্যাটাস আমি খুলে দেখিনাই কারণ এর প্রয়োজন মনে করিনাই। কিন্তু লোকমুখে শুনেছি অনেকেই অনেকভাবে বিষয়টিকে উপস্থাপন করে চলেছেন। তাদের প্রতি আমার পরামর্শ যদি এই প্রতিবেদন মিথ্যা প্রচারণা হয়ে থাকে, তাহলে এটাকে খণ্ডানোর দায়িত্ব কার?। 

প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আমি দেখার সুযোগ পেয়েছি। এখানে গণমাধ্যম ও সাংবাদিকতার নিয়ম অনুযায়ী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করছি। যদি করো আপত্তি থাকে তাহলে দেশে অনেক গণমাধ্যম রয়েছে, সরকারের বিটিভিও আছে। প্রয়োজনে তাদের মাধ্যমে পুনতদন্ত করে জনসম্মুখে আনা হোক।’

তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যারা বক্তব্য দিয়েছেন তাদের নিরাপত্তা। শোনা যাচ্ছে হাসিনার আমলে যেভাবে ভাতের হোটেলের হারুন হাসিনার সমালোচনাকারীদের মামলা, হেনস্থা ও ডিবিতে নিয়ে মারধর করা হতো, এই ভুক্তভোগীদের সেই পরিণতি হতে পারে। সংক্ষুদ্ধ ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, আদালতে যেতে পারে। কিন্তু যদি হাসিনা কায়দায় তাদেরকে নির্যাতন অথবা হত্যা করার দুঃশাসন বর্তমান প্রশাসন দেখায় তার শতভাগ দায় ‘অন্তর্বর্তী’ সরকারকে নিতে হবে।’