Image description

গোপালগঞ্জে ১৬ জুলাই যে হামলা হয়েছে, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা বলে মন্তব্য করেছেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ লিখেছেন, “আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক—হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়েও এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।

সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে।”