Image description
 

বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেছেন, ‘যেসব অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলার বিচারের জন্য আবার নতুনভাবে মামলা হবে। অনেকে খুন-খারাবিসহ নানা অপরাধ করেছে অথচ তাদের নামে মামলা হয় নাই, তারা মনে করছে তারা বেঁচে গেছে আসলে তা নয়। অপরাধিদের খুঁজে খুঁজে আবার তাদের নামে মামলা দেয়া হবে এতে কোনো সন্দেহ নেই।’

 

বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার শিমুলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক জুয়েল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখ, আশুলিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাই প্রমুখ।