Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের হাত ধরেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই হচ্ছে আমাদের দ্রোহ ও বিজয়ের মাস।

মঙ্গলবার জুলাইয়ের প্রথম প্রহরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ডকুমেন্টারি প্রদর্শন ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আকরাম হুসেইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বিগত জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর যে ধরনের নারকীয় হামলা চালানো হয়েছে তার সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। এ সময় নেতাকর্মী ও পথচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আখতার আরও বলেন, গত বছর জুলাইয়ে এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ধর্মীয়, জাত-পাত, বয়সের ফারাক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভেদাভেদ ভুলে রাজপথে জীবন বিলিয়ে দিয়েছিলেন। হাজার হাজার মানুষের জীবনদান ও আহত হওয়ার মধ্য দিয়ে আমরা যে, বিজয় প্রবাহ অর্জন করেছি, সে বিজয়ের আজ সূচনার দিন শুরু হলো। আমরা আশা করি জুলাইয়ের পক্ষের সব শক্তি জুলাই নিয়ে নিজস্ব কর্মসূচি ঘোষণা করবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, মানুষ যখন জীবন বাজি রেখে রাজপথে নেমে আসে, তখন পৃথিবীর কোনও স্বৈরাচার ও ফ্যাসিস্ট টিকতে পারেনি।

তিনি দুই বার সময় নিয়েও জুলাই ঘোষণাপত্র না দিতে পারায় সরকারের সমালোচনা করেন এবং জুলাইয়ের মধ্যে দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসউদ বলেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে। এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তিনি জুলাই নিয়ে ব্যতিক্রমী আয়োজন করায় দলের ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানান।