Image description
 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আজ শুক্রবার জুমার নামাজ শেষে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এনসিপির অবস্থান কর্মসূচি আজ শুক্রবারও চলছে। অবস্থান কর্মসূচি থেকে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন হাসনাত। 

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামীলীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয়। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ কেউ ঘরে ফিরে যাব না। আজকে আওয়ামী লীগের ফয়সালা হবে রাজপথে।’

হাসনাত বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’ 

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, ‘বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি।