
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা। এদিকে নাভিশ্বাস ওঠা গরমে স্বস্তি দিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা ও শরবত বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, অ্যাকাডেমিক ভবনগুলোসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। রাজশাহীতে প্রচণ্ড গরম থাকায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা, শরবত, স্যালাইন, পানির বোতল ও বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। হাতপাখা পেয়ে খুশি অভিভাবক ও ভর্তিচ্ছুরা।
ভর্তি পরীক্ষার জন্য ছেলেকে নিয়ে পাবনা থেকে এসেছেন ইব্রাহিম তালুকদার। তিনি বলেন,সকালে জার্নি করে এসে গরমের মধ্যে বসে আছি। হঠাৎ কয়েকজন হাতপাখা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, প্রথমে ভেবেছি হাতপাখা কিনতে টাকা লাগবে কিন্তু পরে দেখি আমাদের সেবা দেওয়ার জন্য রাবি ছাত্রদল বিনামূল্যে এসব দিচ্ছে। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজে নিয়োজিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অবস্থান করছেন। রাজশাহীতে গ্রীষ্মের তীব্র গরমে ক্যাম্পাসের সব জায়গায় ফ্যানের ব্যবস্থা নেই। এ অবস্থায় হাতপাখাগুলো সবার খুব উপকারে আসবে।
তিনি আরও বলেন, আজ ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়েছি। সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ছাত্রদল ফ্রি মেডিকেল ক্যাম্প, খাবার পানি ও স্যালাইন বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি বাইক সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।