Image description
 

রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের এই মুহূর্তের এক নম্বর সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। বাস্তবে আমরা আইন-শৃঙ্খলার যে অবনতি দেখছি তারপর সমাজে বিশৃঙ্খলা দেখছি , রাজনীতির অবিশ্বাস এবং আস্থাহীনতা দেখছি। আরও অনেক কিছু। সব কিছুর মূলে মূলত অর্থনৈতিক সমস্যা।

তিনি বলেন, সেই অর্থনৈতিক সমস্যাটা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হয়েছে এবং এটা আমাদের জাতীয় রাজস্ব এবং সেই রাজস্ব বোর্ড হয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে যে বড় বড় ক্ষত তৈরি হয়েছে বিগত ১৫টি বছর ধরে এই ক্ষতের কারণেই ডক্টর ইউনূস সাহেবের সরকার তো দূরের কথা এখানে যদি পৃথিবীর সর্বকালের সেরা অর্থনীতিবিদ,  সর্বকালের সেরা রাজনীতিবিদ তাদেরকে  এনে ক্ষমতায় বসানো হয়এই সমস্যাগুলোর সমাধান হবেনা।

এই যে আস্থার সংকট তৈরি হয়েছে অর্থনীতিতে, এটির কারণে ব্যাংকিং ব্যবস্থা এখনো টলটলায়মান।