Image description
 

অবশেষে ৪৮ ঘন্টা পর ৭ লক্ষ টাকা মুক্তিপণে মুক্তি মিলেছে অপহৃত ৬ কৃষকের। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ও বাহারছড়া সংলগ্ন তলাজুরি পাহাড়ী ছড়ায় তাদের মুক্তি দেওয়া হয়। 

মুক্তিপণে ফিরে আসা অপহৃতরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা  যথাক্রমে সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়াস্থ আশ্রয় কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।

হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌকিদার আক্তার বলেন, অপহৃত ৬ কৃষক ৭ লাখ টাকা মুক্তিপণে ফিরে এসেছে। বর্তমানে তারা স্ব স্ব বাড়িতে পৌঁছেন।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ী নির্জন এলাকায় অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরবর্তীতে পাহাড়ী তলাজুড়ি পানির ছড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়ী পথ চেনা-জানা থাকায় নিজেরাই হেঁটে বাড়িতে ফিরে আসেন’।

এদিকে অপহৃতদের বরাতে জানা যায়, অপহরণকারী চক্রের ৪ সদস্যকে তারা চিনতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে ৩ জন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং একজন উপজাতি। 

প্রসঙ্গত গত ২৭ জানুয়ারি  কৃষিকাজে যাওয়ার পথে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ী এলাকা থেকে অস্ত্রের মুখে ওই ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।