Image description

মোট ৯টি আসনে প্রচারণা চালাচ্ছে ১১ দলীয় জোটের একাধিক দলের প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত কাকে জোটের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে সে নিয়ে চলছে আলোচনা।

জানা যায়, কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ-৪ বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপি, রাজবাড়ী-২ আসনে এনসিপি ও খেলাফত মজলিস, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস এবং মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এনসিপির প্রার্থী প্রচারণা চালাচ্ছে। 

এ পাঁচটি আসনসহ মোট ৯টি আসনে প্রচারণা চালাচ্ছেন ১১ দলীয় জোটের একাধিক দলের প্রার্থী।

এসব আসনে জামায়াত বা জোটের পক্ষ থেকে কাকে সমর্থন দেওয়া হবে তা স্পষ্ট নয়। 

 

তবে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল হালিম বলেছেন, আসনগুলোতে যে দলের সঙ্গে সমঝোতা হয়েছে, তাদের পক্ষে নির্বাচন করবে জামায়াত। যদি একাধিক দল থাকে, তবে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি– তা বিবেচনা করে একজনকে সমর্থন করা হবে। শিগগির তা চূড়ান্ত হবে।