মন্ত্রীদের জন্য ফ্ল্যাট নির্মাণ নিয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই বিবেচনা বা অনুমোদন করা হয়নি। অথচ এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এ ধরনের তথ্যবিকৃতি ও অসত্য প্রতিবেদন ভবিষ্যতে প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।