Image description
 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি ভালো মানের সোনার দাম পৌঁছেছে ২ লাখ ৮৬ হাজার টাকায়। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন এই দাম কার্যকর করে।

ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে একধাপে— যা একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড।

সকাল ১০টা ১৫ মিনিটে নতুন দাম কার্যকর হয়। মাত্র চার মিনিট পর, সকাল ১০টা ১৯ মিনিটে, বাজুস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।

সোনার বাজারে এই টানা ঊর্ধ্বগতি নিয়ে বাজার বিশ্লেষকেরা বলছেন, যেভাবে দাম বাড়ছে, তাতে করে ভরিপ্রতি সোনার মূল্য ৩ লাখ টাকা ছোঁয়ার জন্য আর বেশি সময় লাগবে না।

এ নিয়ে টানা দুই দিন সকালে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস। গতকাল এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার বেড়েছিল ৫ হাজার ২৪৯ টাকা।