Image description
 

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, ভোট চাইতে যাওয়ার সময় তাঁর মা ও নারী কর্মীরা অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা জানান, সকাল ১১টার দিকে নারী কর্মীরা ভোটারদের কাছে প্রচারণায় গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন তাদের ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেয়। এ সময় নারী কর্মীদের সঙ্গে তাঁর মা উপস্থিত ছিলেন এবং তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী বলেন, নারীদের ওপর এমন আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানান। তাঁর ভাষায়, ভয়, সন্ত্রাস এবং নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন সম্ভব নয়; মানুষ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে।

 

বিরোধী পক্ষকে সতর্ক করে মুফতি আমির হামজা বলেন, তাঁদের ‘পালিত সন্ত্রাসীদের’ সংযত করার আহ্বান জানাচ্ছেন তিনি। মায়েদের প্রতি হাত বাড়ানো বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইতিহাস সাক্ষী—যারা মায়ের সম্মান ক্ষুণ্ণ করেছে, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে।