Image description
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরির হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়রা জানান, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। সিসিটিভি ক্যামেরা চুরির বিষয়টি ভোট কেন্দ্রের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিষয়টি কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার।
 
তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আসলে তিনি অফিসের তালা ভাঙা দেখতে পান। পরে সিসি ক্যামেরা চুরির বিষয়টি অবগত হন। বিদ্যালয়ে লাগানো চারটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি মনিটর চুরির পাশাপাশি ও ছয়টি তালা ভেঙে ফেলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৫ জানুয়ারি ক্যামেরাগুলো স্থাপন করা হয়।
 
 
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে পুনরায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
 
সময়ের আলো