Image description

রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধন করে এ কর্মসূচির শুরু করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় এ বাস উদ্বোধন করা হয়। এসময় জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি নজরে এলে বাস ক্যাম্পনের টিম অর্গানাইজার আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা প্রচারণার জন্য বাসটি ব্যবহার করবো, এটি জামায়াত আমিরের চলাচলের জন্য নয়।

তিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণার জন্য উদ্বোধন করেছেন। আমরা এ বাসের প্ল্যান করেছি নভেম্বর মাসে, আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং কালারের আলোকে। কপি করার কোনো কিছু নেই, নির্বাচনের শুরু থেকে আমরা এ ব্রান্ডিং কালার ব্যবহার করছি। আমরা কপি করিনি বরং আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং কালার কপি করা হয়েছে।