চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা প্রথমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
রাউজান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইন্সপেক্টর শামসুল আলম বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নলকূপের গঠন ও গভীরতা বিবেচনায় সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’’