ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের বিজয়ের জন্য, হাতপাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মা-বোনদের কাছে যাব, মুরুব্বিদের কাছে যাব। তাদের বুঝাব ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে। সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স। সেই বাক্সটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বাক্স। যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা দেশকে ভালোবাসি, যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সেই মা-বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দেবেন।
তিনি আরো বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।
তিনি বলেন, ইসলামী অনুশাসনে যদি দেশ পরিচালনা না করবেন তবে ২৪-এর জুলাই আন্দোলনের কি দরকার ছিল। এত প্রাণের বিনিময়ে, আবু সাইদ, মুগ্ধদের প্রাণ বিসর্জনের কোনো দরকার ছিল না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।