কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রবিউল (৫০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
বুধবার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কবির ও রবিউলের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস ও ওয়ার্ড যুবদল সভাপতি জাহাঙ্গীরকে মারধর করা হয়।
পরবর্তীতে নুর নবী মহিন, মঈনুলের নেতৃত্বে আরেকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে পাগলা বাজারে সফিকের চায়ের দোকানে গিয়ে রবিউল ও কবিরের উপর হামলা করে। এতে রবিউল ও জাকিরসহ অনেকে আহত হয়। গুরুতর আহত রবিউলকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রবিউল ওয়ার্ড যুবদলের নেতা এবং মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে।
তারা আরো জানান, গত দুই থেকে তিন মাস আগেও দুই পক্ষের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। তখন বিএনপির সিনিয়র নেতারা সমাধান করে দেন।
বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম বলেন, রবিউল পাগলা বাজারে সফিকের চায়ের দোকানে ছিলো। সেখানে নুরনবী, মইনুল ও মহিনের নেতৃত্ব দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে রবিউল মারা যায়। জমি জমা নিয়ে দীর্ঘদিন তাদের বিরোধ ছিল।