Image description
 
 

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে মো. শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার সকালে যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির উত্তর-পশ্চিম পাশের ওয়াশরুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হুমায়ুনগ

এসআই কাউসার হুমায়ুন জানান, বুধবার ভোরের দিকে ফাঁড়ির ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

 

আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুর দেড়টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত মো. শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাসিন্দা এবং মৃত আব্দুল মান্নান মল্লিকের ছেলে। তিনি যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে ওয়ারী বিভাগের অধীনে কর্মরত ছিলেন।

 

পুলিশ সূত্র জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।