নিজের দুই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিনের সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মেঘনা আলম। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসিরউদ্দীনকে আহ্বান জানাচ্ছি আসুন উন্নত বিশ্বের মতো জনসম্মুখে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কাজ ও কথার ভিত্তিতে তুলনা করার সুযোগ করে দিই, আসলে কে কতটা পারদর্শী।’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস ও নাসিরউদ্দীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, আরেকটি ফেসবুক পোস্টে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মেঘনা আলম। তিনি বলেন, ‘আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু মানুষ যদি আমাকে সত্যিকার অর্থে চিনত এবং যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে আমি নিশ্চিত বিজয়ী হতাম।’
তিনি আরও বলেন, ‘আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত। কারণ সেখানে থাকত বিষয়ভিত্তিক আলোচনা, যুক্তি ও দায়বদ্ধতা।’