Image description

নির্বাচনী এলাকায় পোস্টার, প্লাস্টিকের রঙ্গিন ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে প্রচারণা চালানোর কারণে ঢাকা-১১ আসনে বিএনপি’র প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে  নির্বচনী এলাকায় ২৪টি স্থানের পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডের ছবি ও বর্ণনাও যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার বরাবর এই অভিযোগে আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক ইসলামের একজন সমর্থক প্রমাণসহ লিখিত অভিযোগ জানিয়েছেন। 

অভিযোগ পত্রে, নির্বাচন কমিশন কর্তৃক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৭(ক) মোতাবেক পোস্টার লাগানো সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম তার নির্বাচনী এলাকায় পোস্টার এবং প্লাস্টিকের রঙ্গিন ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। 

এতে আরও বলা হয়, এম এ কাইয়ুমের নির্বাচনী আচরণবিধি ভাঙার বিষয়ে গণমাধ্যমে গত ২৩ জানুয়ারি একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্ট আমলে নিয়েও অদ্যবধি আপনার দফতর থেকে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। ভোটের মাঠে বিশেষ সুবিধা নেওয়ার জন্য আইনের এহেন ব্যত্যয় ঘটিয়ে, ভোটের মাঠে অর্থ ও শক্তি প্রদর্শন করে এবং নির্বাচনী আইন-বিধি ও কমিশন অফিসকে তোয়াক্কা না করে ভোটারের মনোজগতে পরিবর্তন ঘটাচ্ছে। যা সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্তরায়।