Image description
 

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ২নম্বর সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরে তাদের দুজনের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

জানা যায়, নেহালের পরিবারের বাড়ি নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির কাজ শেষ করে মোটরসাইকেলে করে নেহাল ও লিমন বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নামুইট-সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শীর্ষনিউজ