ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এবার লাঠি হাতে এক দল খেলতে আসা কিশোরদের কান ধরে উঠবস করিয়েছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে একদল কিশোরের দিকে এগিয়ে যাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছিলেন। তারা নিজেরা কান ধরে উঠবস করছেন। লাঠি হাতে সর্বমিত্র চাকমা তাদের দিকে তেড়ে যাচ্ছেন।
ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর সর্বমিত্র চাকমার ওপর ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
এ বিষয়ে সর্বমিত্র চাকমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভিডিওটি ফেসবুকের শিক্ষার্থী সংসদ গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এটা পজিটিভলি নিয়েছে। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না।