ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে, পলাতক শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে সশরীরে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে যাচাই করে দেখা গেছে, এসব ভিডিও বিভ্রান্তিকর, পুরোনো এবং ভিন্ন প্রেক্ষাপটে নতুন করে ছড়ানো হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি বড় গাড়িবহর দেখিয়ে দাবি করা হচ্ছে, “দিল্লিতে প্রেসক্লাবে বক্তব্য দিতে যাওয়ার সময় দেশরত্ন শেখ হাসিনার গাড়িবহর”। এরকম দাবি সম্বলিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ করে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ভারতের রাজস্থানের একটি ভিডিও। গাড়িগুলোর সামনের কাচে হিন্দিতে ‘নির্মল চৌধুরী’ লেখা রয়েছে।
দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, নির্মল চৌধুরী রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা এবং সাবেক ছাত্র সংসদ সভাপতি। একই ভিডিও ও একই ধরনের আরও একাধিক ভিডিও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায়, যেগুলো তিনি ২০২৫ সালের জানুয়ারিতে পোস্ট করেছিলেন। ভিডিওটি দেখুন এখানে। অর্থাৎ, ভিডিওটি শেখ হাসিনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন এবং একই মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত রয়েছেন। পোস্টে দাবি করা হয়, এটি দিল্লিতে আয়োজিত একটি প্রেস কনফারেন্সের দৃশ্য। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, “দীর্ঘ সতেরো মাসের নীরবতা ভেঙে দিল্লিতে আজ বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনা। একটি কণ্ঠ, একটি উচ্চারণ - আর তাতেই কাঁপছে বাংলাদেশ। দৃষ্টি নিবদ্ধ গোটা বিশ্বের; ইতিহাসের আরেকটি অধ্যায় লিখতে প্রস্তুত সময়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”
এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি দুটি আলাদা ঘটনার ফুটেজ জোড়া দিয়ে তৈরি।
ভিডিওটিতে ব্যবহৃত শেখ হাসিনার বক্তব্য অংশটি ২০২৩ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের। বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ওই অনুষ্ঠানের পূর্ণ ভিডিও পাওয়া যায়, যেখানে একই বক্তব্য ৫৪ মিনিট পর থেকে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানে।
অন্যদিকে, ভিডিওতে দেখা নরেন্দ্র মোদির অংশটি ২০২৪ সালের আগস্টে ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত ‘লাখপতি দিদি সম্মেলন’-এর দৃশ্য। প্রধানমন্ত্রী কার্যালয়ের (PMO India) ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সঙ্গে পোশাক, মঞ্চ ও ব্যানারের মিল পাওয়া গেছে। ভিডিওটি দেখুন এখানে।
এছাড়া ভিডিওতে ব্যবহৃত “News Go 24” নামে যে মাধ্যমটির লোগো দেখা যায়, সার্চ করে এটি খুঁজে পাওয়া যায়নি। মূলত, দুটি ভিন্ন সময়ের ভিডিও কেটে জোড়া দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে।
আরেকটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, শেখ হাসিনা দিল্লির প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পৌঁছেছেন। এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণে দেখা যায়, এটি ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে আয়োজিত একটি সংবর্ধনার ভিডিও। পরিহিত শাড়ি, আশেপাশে উপস্থিত মানুষজন, অডিটোরিয়াম এবং ব্যানারের সাথে হুবহু মিলে যায়। ভিডিওটি দেখুন এখানে। পরবর্তীতে আরো কী-ওয়ার্ড সার্চ করে এটিএন বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওর শেষেও একই ধরণের দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে।
সময় টেলিভিশন ও এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া গেছে। বিশেষ করে শেখ হাসিনার পরিহিত শাড়ি, মঞ্চের ব্যানার এবং উপস্থিত ব্যক্তিদের ক্ষেত্রে।
এই ভিডিওগুলোতে শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় বক্তব্য দিচ্ছিলেন।