Image description

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার রহমানকে জনগণের কাছাকাছি নিয়ে এসে নেতৃত্বের উপযোগী করে মায়ের মতো ‘দেশনেত্রী’ হিসেবে তৈরি করছেন বাবা তারেক রহমান। বিষয়টি রাজনৈতিক সচেতন মানুষের নজরে আসায় চলছে নানা রকম আলোচনা।

জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম জাইমা রহমান ১৯৯৫ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ওই বংশের প্রথম সন্তান। জাইমা রহমান ঢাকা সেনানিবাসে বেড়ে ওঠেন। তবে ২০০৮ সালে তার বাবা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে মাত্র ১৩ বছর বয়সে লন্ডনে চলে যান।

জাইমা রহমান বাবা-মায়ের সাথে লন্ডনে ছিলেন প্রায় দেড় যুগ। সেখানকার কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকেই তিনি আইন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন এবং গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে এসেছেন। তারপর থেকে একের পর এক আলোচনায় আসছেন। 

এর মধ্যে ২৪ জানুয়ারি গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে 'মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান' শীর্ষক অনুষ্ঠানে বিএনপি আয়োজিত রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে মেয়ে জাইমা রহমানকে নিয়ে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

এর আগে, চলতি বছরের প্রথম দিনে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াত দাদি বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। তখন তাকে দেখে অনেকে তার দাদির সাথে তুলনা করেন। তখন থেকেই বিএনপিপ্রেমীরা জাইমা রহমানকে আগামী দিনের জাতির কান্ডারি ও জাইমা রহমানের মধ্যে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখছেন বলে মন্তব্য করেন।

আরও আগে, গত ১৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সভায় অংশ নেন।

যদিও জাইমা রহমান ২০০১ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। উক্ত নির্বাচনে তার দাদির দল জয়লাভ করেছিল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান। তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধিদলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। এটি ছিল বিএনপির কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ।

এ ছাড়া, গত বছরের ২৩ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভায় প্রথমবারের মতো যোগ দেন। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ইউরোপীয় প্রতিনিধিদের একটি দল উপস্থিত ছিলেন। পরে গত বছরের ২৫ ডিসেম্বর জাইমা রহমান তার বাবা-মায়ের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাইমা রহমানের রাজনীতিতে আগমন জাতীয়তাবাদী শক্তির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নবীণ-প্রবীণ নেতাকর্মীরা এবং তার বাবা তারেক রহমানও মেয়েকে পরিকল্পিতভাবে মা বেগম খালেদা জিয়ার মতো ‘দেশনেত্রী’ হিসেবে তৈরি করছেন বলে ধারণা করছেন রাজনৈতিক সচেতন মানুষ।