ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক বলেছেন, মোহাম্মদপুরে অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাঙালি-অবাঙালি নির্বিশেষে অনেকের বিরুদ্ধেই এমন অন্যায় হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এই মামলাবাজ ও হয়রানি চক্রকে আমরা মোহাম্মদপুর থেকে উৎখাত করে ছাড়বো।
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ‘জাগরণী পদযাত্রা’ করেন এই প্রার্থী। পদযাত্রাটি রোববার সকাল ১০টায় শঙ্কর থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় পথসভার মাধ্যমে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে শেষ হয়।
এসময় আল্লামা মামুনুল হক বলেন, আমরা এমন এক নিরাপদ ঢাকা-১৩ গড়ে তুলব, যেখানে কেউ কারো ওপর জবরদস্তি করতে পারবে না। আমাদের মা-বোনেরা রাস্তায় নিরাপদে চলাচল করবেন। কেউ তাদের ইভটিজিং, হয়রানি বা সাইবার বুলিং করার সাহস পাবে না। মা-বোনদের ইজ্জত রক্ষায় লাখো যুবককে সাথে নিয়ে আমরা এক সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।