সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ভাই হত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যেই রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
পোস্টে স্নিগ্ধ লিখেছেন, ‘ভাই হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে নানা জায়গায় ছুটে বেড়িয়েছি।
নিজের প্রচেষ্টার কথা তুলে ধরে স্নিগ্ধ জানান, দেশের বাইরে পড়াশোনা করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকলেও তিনি সে পথ বেছে নেননি।
স্মৃতিচারণা করে স্নিগ্ধ জানান, একসময় পাবলিক বাসে ধাক্কা খেতে খেতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশন দাঁড় করানোর চেষ্টা করেছেন।
‘ভাই ব্যবসা’-এর অভিযোগের জবাবে স্নিগ্ধ প্রশ্ন তোলেন, প্রমাণ ছাড়া কাউকে অসৎ বলা কতটা ন্যায্য। তিনি বলেন, দায়িত্ব পালন মানেই অসৎ হওয়া—এই ধারণা সমাজে কেন তৈরি হলো, তা নিয়েও ভাবা প্রয়োজন। তার মতে, যদি তিনি ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়েই ভাবতেন, তাহলে হয়তো এ পথ বেছে নিতেন না।
তিনি প্রশ্ন রেখে বলেন, রাজনীতিতে যুক্ত হওয়া মানেই কি ব্যবসা করা? রাজনীতি তো কোনো ব্যবসা নয়। বরং যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, তাদেরই কি আমরা বারবার ক্ষমতায় নিয়ে আসছি না।