Image description
 

স্বাক্ষরিত হয়েছে ‘বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’। এই চুক্তির ফলে জাপানে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এছাড়াও ৭ হাজারের বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে বলে জান ইয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

 
 

তিনি জানান, বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট একটু যুগান্তকারী চুক্তি। এই চুক্তির ফলে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে। সামনে আমাদের ট্রেডের জন্য একটা বড় দুয়ার উন্মোচিত হবে।

তিনি বলেন, এলডিসি হিসেবে এই প্রথম বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সাথে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক 'ডিউটি ফ্রি' বাণিজ্যের সুবিধা পাবে। আর জাপান তার ১ হাজার ৩৯ টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত এক্সেস পাবে।

তিনি জানান, সবচেয়ে বড় সুবিধা হলো এই চুক্তির ফলে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত আরএমজি (রেডিমেট গার্মেন্টস) জাপানের বাজারে ‘ডিউটি ফ্রি’ এক্সেস থাকবে।