Image description

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিএনপির নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে একই দলের দুই পক্ষের মধ্যে রামদা-চাপাতি নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত কয়েক দফায় দীঘিরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ-২ আসন-এর বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ-এর পক্ষে মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি দিঘিরপাড় বাজার থেকে কামারখাড়া এলাকায় যাওয়ার সময় একই প্রার্থীর সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতা শামিম মোল্লার অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় দুপুর ১টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের সমর্থকরা।

 

এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েক শতাধিক মানুষ সংঘর্ষে অংশ নেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আতঙ্কে দিঘিরপাড় বাজারের দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

 

সংঘর্ষে আহতদের মধ্যে দিঘিরপাড় এলাকার বাসিন্দা নজরুল মোল্লা (৪২) রয়েছেন। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।