Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এসেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে ইসি ভবনে প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দলটি।

সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বৈত নাগরিকত্ব, বিতর্কিত পোস্টাল ব্যালট, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে ইসির পক্ষপাত মূলক আচরণ তুলে ধরবেন বিএনপি'র মহাসচিব।

প্রতিনিধি দলে আরো উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মুহাম্মদ জকরিয়া।

শীর্ষনিউজ