জুলাইয়ের ওপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার (১৬ জানুয়ারি) শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
জাবের বলেন, ‘এই জুলাইয়ের ওপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে সাধারণ জনগণদের সঙ্গে নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে ইনকিলাব মঞ্চের সংগঠকরা। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।