Image description
 
 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত সর্বত্র এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানুষকে রাজপথে নামতে হবে।

তিনি জানান, কর্মসূচির মূল লক্ষ্য হলো হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করা। এ জন্য দেশের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার যেন সাগর-রুনি মামলার মতো বছরের পর বছর তারিখের পর তারিখে ঝুলে না থাকে। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।

 

তার ভাষায়, প্রাথমিকভাবে বিক্ষোভ মিছিল হলেও পরবর্তী ধাপে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো আন্তরিকতা বা সদিচ্ছার প্রমাণ পাওয়া যাচ্ছে না। তদন্ত প্রক্রিয়াকে তিনি অস্পষ্ট বলে উল্লেখ করেন এবং বলেন, যাদের আসামি করা হয়েছে, তারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, চার্জশিটে হত্যার পরিকল্পনাকারীদের সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।