Image description
 

বাহরাইনে এক প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের শিকদার বাড়িতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, পোস্টাল ব্যালটসংক্রান্ত ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। বর্তমানে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও আরও জোরদার করা প্রয়োজন। ‎ ‎নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, জনগণের সেবায় কাজ করতেই তিনি শরীয়তপুরে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ নীতিতে বিশ্বাস করেন। তিনি কোনো অলীক প্রতিশ্রুতি দেননি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি জানান। ‎ ‎বৃহস্পতিবার দিনের শুরুতে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল বেলা শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীতে অংশ নেন। তারপর রামভদ্রপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয় জনগণ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে আবেগাপ্লুত হয়ে শুভেচ্ছা জানান। ‎পরে সকাল ১১টার দিকে রামভদ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। দুপুর ১২টায় একই ইউনিয়নের একটি স’মিলের শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

 

বিকেলে মধুপুর শিকদার বাড়িতে মান্নান শিকদার ও বিপ্লব শিকদারের সম্মতিতে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সন্ধ্যায় রামভদ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল হক সরদারের বাড়িতে জনপ্রতিনিধিদের সঙ্গে এবং ৫ নম্বর ওয়ার্ডে সোহেল সরদারের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ‎ ‎এদিন সন্ধ্যা ৬টায় রামভদ্রপুর ইউনিয়নের বাঁশতলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলায় অংশ নেন পরে সন্ধ্যা ৭টায় ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। ‎ ‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টি আই এম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ‎ ‎