Image description

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. মাহবুবুর রহমান শাহীন ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন।

ডা. শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি.অফথ) ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়াও তিনি ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন। মরহুমের মৃত্যুতে চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও রোগীরা একজন দক্ষ, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারালেন। পরিবার সূত্রে জানা গেছে, ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।