বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় অংশ নেয়া দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তারা অংশ নিচ্ছেন না।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
এদিকে দলের অবস্থান জানাতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। রাত ৮টা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
অপরদিকে রাত ৮টায় জোটের সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৮টা ৩০) সংবাদ সম্মেলন শুরু করতে পারেনি জামায়াত জোটের নেতারা।