Image description

২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সাক্ষাৎকালে তারেক রহমান জাহাঙ্গীর আলম শান্তর সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করেন।

পরে তিনি শান্তকে উপহার প্রদান করেন।

ওই সাক্ষাতের একটি ভিডিও বিএনপির ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, শান্ত ও তার বাবার সঙ্গে কিছুক্ষণ আলাপ করেছেন তারেক রহমান। এ সময় তিনি শান্তকে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের নয়, সারা বাংলাদেশের গর্ব।

’আলাপকালে শান্ত নিজের জন্য দোয়া চান। একই সঙ্গে তারেক রহমানকে তার গ্রামের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান। তখন তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ যাব। এর পরে যখন আরেকটা বেস্ট রেজাল্ট করবে, তখন ইনশাল্লাহ।
আমাকে ফোন দেবে। ফোন করে আমাকে কী ডাকবে? আংকেল বলবে। বলবে যে আংকেল আমি এই রেজাল্ট করেছি।’

জাহাঙ্গীর আলম শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান। তিনি তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) অংশ নেন এবং এতে জাতীয় মেধায় প্রথম স্থান লাভ করেন।