Image description

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন। রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন। মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে রমজান শুরু হতে পারে। সম্ভাব্য প্রথম দিন ফেব্রুয়ারি ১৮, তবে চাঁদ দেখার ওপর এটি নির্ভর করছে।

প্রকাশিত ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। এর পরের দিন মুসলিম উম্মাহ উদযাপন করবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

রমজান মাসের দৈর্ঘ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা সাধারণত ২৯ বা ৩০ দিন হয়। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে।

এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা। বাংলাদেশে রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ।

ঢাকাটাইমস