সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ধানের শীষে ভোট চেয়ে শোকজ নোটিশ পেয়েছেন চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। আগামী ১৯ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ‘প্রিয় আনোয়ারা’ পেইজে প্রচারিত ভিডিওতে বিধি নির্ধারিত সময়ের আগেই ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি প্রার্থী সরওয়ার জামাল। যাচাই-বাচাই করে ওই ভিডিওটির সত্যতা পেয়েছে ইনকোয়ারি কমিটি। কমিটির ভিডিওটি সংরক্ষিত আছে।
ইলেকট্রোরাল ইনকোয়ারি এণ্ড অ্যাডজুডিকেশন (নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি) কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস এই নোটিশ দেন। মঙ্গলবার নোটিশ প্রদান করলেও বিষয়টি জানাজানি বুধবার বিকালে। নোটিশের একটি কপি আমার দেশের হাতে এসেছে।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থী হিসেবে এরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৩ বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্গন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবরে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে আপনাকে অথবা আপনার মনোনীত প্রতিনিধিকে ১৯ জানুয়ারি বেলা ১১টায় সিনিয়র সিভিল জজ ৩য় আদালত, চট্টগ্রাম এ স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য/ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।
অত্র কারণ দর্শানোর নোটিশ দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে অতিসত্তর প্রেরণ করার জন্য অফিসার ইনচার্জ আনোয়রা থানাকে নির্দেশ প্রদান করা হলো।