চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকার হাসান বেকারীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এই অভিযানে ৪ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযানে হাসান বেকারী ছাড়াও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আল হাসান বেকারী এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, মেসার্স আয়েশা ফার্মেসিকে ৭ হাজার টাকা ও চৌধুরী ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শীর্ষনিউজ