Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মুক্তাগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মো. জাকির হোসেন বাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য খন্দকার আশরাফুজ্জামান খোকন, খেরুয়াজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম ফকির, উপজেলা কৃষক পার্টির আহ্বায়ক আব্দুল করিম সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল হক সরকার, জাতীয় পার্টির নেতা কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্র সমাজের সেক্রেটারি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নানা পদধারী দুই শতাধিক নেতা যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

নবযোগদানকৃত নেতাদের শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন বাবলু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে যারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটি সুন্দর, পরিপাটি ও আলোকিত মুক্তাগাছা গড়ে তুলতে কাজ করব। বিএনপি আরো সুসংগঠিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবে।’