২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন। পরে যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের পর অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির একটি ‘মাস্টারপ্ল্যান’ অনুসরণ করা হয়েছিল। ওই সময় নির্বাচন কমিশন কার্যত পাপেটে পরিণত হয় এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়।
উল্লেখ্য, বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের ২৯ জুলাই এই তদন্ত কমিশন গঠন করা হয়।