ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে আসলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-৩ (তারাগঞ্জ বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আজ সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে ভোটকেন্দ্র দখল করতে আসা ব্যক্তিরা ‘হাত নিয়ে ফেরত যেতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিতে শোনা গেছে।
ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, সম্প্রতি নিজ আসনের একটি গ্রামে উঠান বৈঠকের সময় এমন বক্তব্য দিয়েছেন তিনি।
ওই ভিডিওতে দেওয়া বক্তব্যে এটিএম আজহার বলেছেন, ‘আমি যুবকদের বলেছি, যারা ভোট সেন্টার দখল করতে আসবে, তারা কি দুই হাত-দুই পা নিয়ে আসবে না? আমার দুই হাত-দুই পা আছে না? যারা আসবে, তাদের একটা হাতও নিয়ে যেতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি যে, তারা যে এই কাজটা করতে আসবে, বউয়ের কাছে, মায়ের কাছে যেন মাফটা চেয়ে আসে। আমরা এটা কোনো সময়েই ছাড়ব না। আমরা ভোট ডাকাতি করব না, ভোট ডাকাতি করতে দেব না। আমরা ভোট কারো থেকে জোর করে নেব না, কাউকে জোর করে দিতে দেব না। আমরা অবশ্যই সারা দিনরাত পাহারা দেব ইনশাআল্লাহ।’
‘এই বিশ্বাস আছে আমাদের, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ফলাফল করতে পারব’— যোগ করেন এটিএম আজহারুল ইসলাম।