গণভোটে চারটি প্রশ্নের এক উত্তর অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, ‘প্রায় চারটি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ। যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, এই প্রশ্ন পড়ে তাদের একটি মাত্র উত্তর দিতে হবে। চারটি প্রশ্নের একটি উত্তর।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত তৃতীয় দিনের আপিল শুনানি শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে ভোটের যে উৎসব এবং যে প্রাণবন্ততা দেখার কথা, আমরা সে উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গণভোট নিয়ে অনেকের উৎসাহ আছে। কিছুটা এক পাক্ষিকভাবে গণভোটের প্রস্তাবনা করা হয়েছিল। সেই গণভোট নিয়েও সব প্রার্থী বা সব দলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজস্ব আসনে জয়ের দিকেই ধাবিত হচ্ছে। গণভোটে গণজট সৃষ্টি হয়ে যেতে পারে।
এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘এ বিষয়টি কমিশনকে বিবেচনা রাখতে হবে, বুথ বাড়াতে হবে, ফাস্ট ভোটিংয়ের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে তারা এক ঘণ্টা ভোটিং বাড়িয়েছে। আমি মনে করি, এটা আরো এক ঘণ্টা বাড়ানো উচিত, অথবা আরো এক ঘণ্টা আগে শুরু করা উচিত। তাহলে হয়তোবা সব ভোটার ভোট দিতে পারবেন।’