সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর নীলক্ষেত ও পলাশীর মোড় এলাকায় এ খাবার বিতরণ করে ছাত্রদল নেতা আদনান।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ মাদবর প্রমুখ।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপসহীন নেত্রী, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। তিনিও আজীবন দেশকে ও দেশের সাধারণ জনগণকে ভালবেসে গেছেন। তাই আজকে আমরা তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করছি।’