রাজধানীর ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশের দাবি, মুখোশ পরা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এএসআই ফিরোজের মোটরসাইকেলটি পার্কিং থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারে তদন্ত করছি।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি মুখোশ পরে থানার গেটের সামনে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙে। আরেকজন থানার বাইরে পাহারা দেয়। পরে দুজন মিলে বাইকটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে যায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।
এদিকে এএসআই ফিরোজ গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখেছিলেন, সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। চোরেরা মোটরসাইকেলটি থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলে। ফলে তিনি এখন মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করতে পারছেন না।