Image description
 

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের দুটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা তার আপিল আবেদন শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে এ সিদ্ধান্ত দিয়েছে ইসি। বিকেলে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনেই এখন জাগপার প্রার্থী।

 

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।

 
 

জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ আমি এখানে দলের সভাপতি এবং একজন আইনজীবী হিসেবে আসিনি। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনের আকুতি আপনারা দেখেছেন; আমিও আমার ভাইয়ের মনোনয়নপত্র বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রয়াত শফিউল আলম প্রধানের পুত্র এবং কন্যা হিসেবে আমরা দেশের জন্য একতাবদ্ধ আছি।

 

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামাসংক্রান্ত জটিলতায় পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ আসনে জাগপা মনোনীত প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। পরে ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন।