গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি ঝুট গুদাম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যার আগে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে পাঁচটি বিশাল গুদাম।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।