কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চকরিয়া উপজেলা ভূমি কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মকছুদুল হক ছুট্টু মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষের একটি অংশের দাবি, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তার আটকের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া ও মন্তব্য দেখা যায়। চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ আগেই চেষ্টা চালিয়ে আসছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা ভূমি কার্যালয় এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক ছুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।