নির্বাচনী প্রচারণায় নিজের কোনো অর্থ খরচ না করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ফুয়াদ। তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী।
নির্বাচনী প্রচারে নিজের কোনো অর্থ ব্যয় করবেন না, এমনকি কারও কাছ থেকে ধারও নেবেন না বলে ঘোষণাই দিয়েছেন তিনি। এই আসনে ফুয়াদকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী দেয়নি।
ফুয়াদের হলফনামা অনুযায়ী, এবি পার্টির তহবিল থেকে তাঁর সম্ভাব্য নির্বাচনী ব্যয়ের উৎস ধরা হয়েছে ২২ লাখ টাকা। নির্বাচনী প্রচারের জন্য ফুয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে আবেদন করেন। তাতে দেশ ও প্রবাস থেকে অনুদান আসতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই অঙ্ক পৌঁছে যায় প্রায় ৪০ লাখ টাকায়।
গতকাল বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফুয়াদ বলেন, অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, স্বচ্ছতার স্বার্থে অনুদানসংক্রান্ত সব কাগজপত্র নির্বাচন দিবস পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং ভোটের পর তা কমিশনে জমা দেওয়া হবে।