ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের অনেক দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচির মাধ্যমে চালিয়ে যাওয়া হবে।
এর আগে সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সদর রোডে এসে জড়ো হন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।